ছয় দফা দাবি নিয়ে রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
ছয়দফা দাবি নিয়ে আজ রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার (১২ মার্চ) সকালে ছয়দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ওপর হামলাকারী এলাকাবাসীসহ পুলিশ সদস্যদের বিচার, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোল চালিয়ে যাবার ঘোষণাও দেন আন্দোলনকারীরা।

গতকাল শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। প্রায় আট ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া,  মুখোমুখি সংঘর্ষে অন্ততপক্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। আগুন দেওয়া হয় বিনোদপুর বাজারের কয়েকটি দোকান ও পুলিশ বক্সে। পরে রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।