জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নতুন নেতৃত্ব

Looks like you've blocked notifications!
আবৃত্তি সংসদের  নতুন কমিটির সভাপতি এহসানুল হক রকি ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। ছবি : এনটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (জবিআস) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এহসানুল হক রকি ও সাধারণ সম্পাদক পদে রিয়াজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। আজ মঙ্গলবার সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম, কে এম সুজাউদ্দিন, সদ্য সাবেক সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা নুহিন কমিটির অনুমোদন দেন।

কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে সাদিকা নিসা ও সাজিয়া ইফফাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আলম নূর ও মাঈন আল মুবাশ্বির, সাংগঠনিক সম্পাদক পদে বেনজির আহমেদ, অর্থ সম্পাদক পদে রিদুয়ান ইসলাম, কর্মশালা সম্পাদক পদে শিউলী আক্তার, দপ্তর সম্পাদক পদে আতিক মেসবাহ লগ্ন, প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন, অনুষ্ঠান সম্পাদক পদে অনামিকা গাইন দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির সভাপতি এহসানুল হক রকি বলেন, ‘কমিটির সবাইকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ সৃজনশীলতার সঙ্গে সুসংগঠিতভাবে এগিয়ে যাবে। এই সংগঠনের একজন কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি।’ 

দায়িত্ব পেয়ে সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ‘নতুন কমিটি এবং উপদেষ্টাদের সমন্বয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আগামী দিনে অতীতের চেয়ে অনেক ভালো কাজ করবে এবং বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করবে।’