জবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৪৮৬
দেশের ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। আজ রোববার দুপুর ১২টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে ২২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৪৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ কেন্দ্রে সাত হাজার ৭৯৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা দিয়েছে সাত হাজার ৩০৭ জন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পরীক্ষা দিয়েছেন তিনজন পরীক্ষার্থী। এদের মধ্যে দুজন মেয়ে। একজন শারীরিক অসুস্থ ও একজন অন্তঃসত্ত্বা। অপরজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র।
পরীক্ষার সার্বিক বিষয়ে গুচ্ছভুক্ত সমন্বিত পরীক্ষার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সরকার আলী আক্কাস এনটিভি অনলাইনকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করেছে সাত হাজার ৩০৭ জন শিক্ষার্থী।’
দেশের ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে এবারের ভর্তি পরীক্ষা নিচ্ছে। এতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—এ তিনটি ইউনিট রয়েছে। আসন রয়েছে মোট ২২ হাজার ১৩টি। এর বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৩১ হাজার ৯০১ জন, ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।