জবিতে ১০ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস, চলবে সশরীরেই

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সরকার লকডাউন ঘোষণা করলেই কেবল ক্লাস অনলাইনে নেওয়া হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ, অনুষদগুলোর ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালকের অংশগ্রহণে 'ক্লাস গ্রহণ' সংক্রান্ত এক মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, 'সবার সিদ্ধান্ত ক্লাস অফলাইনে নেওয়ার। সরকারের পক্ষ থেকে লকডাউনের ঘোষণা না আসা পর্যন্ত আমরা সশরীরে ক্লাস, পরীক্ষা নিব এবং স্নাতক প্রথম বর্ষের ক্লাস ফেব্রুয়ারির ১০ থেকে শুরু হবে। আর লকডাউন দেওয়া হলে ক্লাস অনলাইনে শুরু হবে।'