জবির ছাত্রী হলের আসন বরাদ্দ কাল-পড়শু

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল। ছবি : এনটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দের জন্য ৬২৪ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা আগামীকাল সোমবার বা পড়শুর মধ্যেই প্রকাশ করা হবে। আজ রোববার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম।

শামীমা বেগম বলেন, ‘হলের শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা কাল পড়শুর মধ্যে দেওয়া হবে। আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজ হলের লোকবল নেওয়ার বিষয়ে একটি বোর্ড হচ্ছে। সফটওয়্যার তৈরি হয়ে গেছে, এখন শুধু উপাচার্য স্যারের সামনে ওপেন করা।’

২০২০ সালে অক্টোবরে বিশ্ববিদ্যালয় দিবসে এ হলের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় এক বছর পর আসনের জন্য ছাত্রীদের থেকে আবেদন নেয় হল কর্তৃপক্ষ। তবে আবেদনের পর এত সময় গড়িয়ে গেলেও এখনও আসন বরাদ্দ দিতে পারেনি কর্তৃপক্ষ।

১৬তলাবিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের জন্য মোট ১৫৬টি কক্ষ, একটি পাঠাগার, একটি ক্যান্টিন, একটি ডাইনিং, প্রতি তলায় সাতটি করে শৌচাগার, নয়টি গোসলখানা ও চারটি লিফট আছে। হলের প্রতি কক্ষে চার ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকের জন্য আলাদা খাট, পড়ার টেবিল ও লকারের ব্যবস্থা রাখা হয়েছে।