জবি শিক্ষিকা ড. রোজীনা আর নেই
হঠাৎ অসুস্থতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোজীনা পারভীন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর একটি হাসাপাতালে তাঁরা মৃত্যু হয়। ড. রোজীনার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। তিনি পাইকগাছা কলেজের শিক্ষক মো. সানাউল্লাহর বড় মেয়ে। রোজীনার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
রোজীনা পারভীনের মৃত্যুর বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, ‘রোজীনার আগে থেকে ব্লাডে সুগারের সমস্যা ছিল। ব্লাড প্রেসার ও হার্টের সমস্যাও ছিল। কিন্তু, তাঁর যে বোন-ম্যারোতে সমস্যা ছিল, সেটি কেউ জানত না। এমনকি, তিনি নিজেও জানতেন না।’
ড. মো. আতিয়ার রহমান বলেন, ‘বাসায় হঠাৎ চেতনা হারিয়ে ফেলার মতো হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এরপর বোন-ম্যারোর সমস্যার কথা জানা যায়। তখন চিকিৎসার তেমন কোনো সুযোগ হয়নি।’
এদিকে শিক্ষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়টি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রোজীনা পারভীনের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন জানান, ‘অধ্যাপক ড. রোজীনা পারভীন আপা আজ ভোরে ইন্তেকাল করেছেন। উনার জানাজা যোহরবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।’