জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু মঙ্গলবার

Looks like you've blocked notifications!
জাতীয় বিশ্বিবিদ্যালয়। ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয়বর্ষের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। এ পরীক্ষা চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষা শুরু হবে দুপুর দেড়টা হতে। গত ১৯ জুলাই প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মো. আতাউর রহমান জানান, সারা দেশে ৭১১টি কেন্দ্রে এক হাজার ৮৭৯টি কলেজের প্রায় দুই লাখ পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।