জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

Looks like you've blocked notifications!
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২০ সালের অনার্স প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ফলাফল প্রকাশ করা হয়। সন্ধ্যা ৭টা থেকে পরীক্ষার্থীরা মুঠোফোন ও  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ সব তথ্য জানান।

আতাউর রহমান জানান, মুঠোফোনের মাধ্যমে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এসএমএসর মাধ্যমে ফলাফল পেতে মুঠোফোনের ক্ষুদেবার্তার অপশনে গিয়ে nu<space>h1<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bdwww.nubd.info থেকেও জানা যাবে এ ফলাফল।

বিশ্ববিদ্যালসূত্র বলছে, ২০২০ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৯টি কলেজের মোট চার লাখ ৭৪ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।