জাবির পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ৪ নভেম্বর

Looks like you've blocked notifications!
প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে জাবির পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তীর উদ্দেশে সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

‘এসো মাতি উল্লাসে, পদার্থবিজ্ঞানের পঞ্চাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। গতকাল বুধবার বিকেল ৩টায় পদার্থ বিজ্ঞান বিভাগের গ্যালারী কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তী আয়োজন কমিটির কো-কনভেনর ও বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মনিরুল হাসান সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী দুই নভেম্বর কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হবে এবং ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে মূল অনুষ্ঠান হবে।’

মনিরুল হাসান সুজন বলেন, ‘২ তারিখে বর্তমান শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী বিভিন্ন আয়োজন থাকবে। এর মধ্যে রয়েছে, পোস্টার ও দেয়ালিকা প্রদর্শনী, বিভাগের ৫০ বছরের ইতিহাস তুলে ধরতে আলোকচিত্র প্রদর্শনী, দেশে ও বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলদের অংশগ্রহণে মোটিভেশনাল সেশন, বর্তমান শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার নির্দেশনামূলক আয়োজন, জব ফেয়ার ইত্যাদি।’

সংবাদ সম্মেলনে পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব এ বি এম আহসান আল মামুন (আজাদ) বলেন, ‘বিগত ৫০ বছরে বিভাগের সব প্রাক্তন সভাপতিদের সম্মাননা জানাতে চাই। আর বাকি সব আয়োজনের মতো মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই।’

বিভাগের সভাপতি ও সুবর্ণজয়ন্তী আয়োজন কমিটির কনভেনর অধ্যাপক তাহমিনা ফেরদৌস বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্থায়ী একটি ফান্ড গঠন করতে চাই, যেখান থেকে বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি দেওয়ার ব্যবস্থা করতে পারবো।’

এ সময় বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক মো. মাহবুবুর রহমান, অধ্যাপক বদরুন্নাহার, অধ্যাপক শারমীন সুলতানা, সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুবর্ণজয়ন্তী আয়োজনে অংশগ্রহণের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। বিভাগের অ্যালামনাইদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।