জিপিএ-৫ : শীর্ষে ঢাকা, দ্বিতীয় অবস্থানে যশোর

Looks like you've blocked notifications!

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

ফলাফলে দেখা যায়, জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে মোট পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৪২১ জন। জিপিএ-৫ এর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর বোর্ড।  এখানে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৫ জন। পাসের হার ৭৩ দশমিক ৯ শতাংশ।

এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫  পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। চট্রগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭৯ জন; দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন; ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৩০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন; সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন; কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন; টেকনিক্যাল : পাসের হার ৯১ হার ০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০৫ জন; মাদরাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।