ডিজিটাল নিরাপত্তা আইন মৌলিক অধিকার হরণ করেছে : ছাত্র ফেডারেশন
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন মৌলিক অধিকার হরণ করেছে। এর ফলে মানুষ তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছে না। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এতে ছাত্র জোটের নেতাকর্মীরাও অংশ নেন। তাঁরা এই আইন বাতিলের দাবি জানান। এ সময় তারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভর সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন।
আগামী সোমবার ছাত্র জোটের ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় ঘেরাও এবং বুধবার আম-জনতার ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।
গতকাল মশাল মিছিলে পুলিশের হামলার ঘটনা উল্লেখ করে ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘গতকাল পুলিশ আমাদের নেতাকর্মীদের আটক করেছে। আটক করা নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। না হলে জনরোষের ফলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় সরকারকে এর দায় নিতে হবে।