ঢাকায় আসছেন না শাবিপ্রবির শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীকে সিলেটে বসার আহ্বান

Looks like you've blocked notifications!
শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের সামনের সড়কে বুধবার বিকেলে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। ছবি : ফোকাস বাংলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাত করতে ঢাকায় আসছেন না। তারা শিক্ষামন্ত্রীকে সিলেটে গিয়ে অথবা ভিডিও কলে তাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার রাত আটটায় আন্দোলনরতদের পক্ষ থেকে শাহরিয়ার আবেদিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনকারীদের সিলেটে এভাবে ফেলে ঢাকা যাওয়া সম্ভব না। আলোচনার জন্য শিক্ষামন্ত্রীকে সিলেট আসতে আহ্বান জানিয়েছি কিংবা ভিডিও কলেও আলোচনা হতে পারে।’

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা তাদের একটি প্রতিনিধি দল ঢাকার পাঠানোর কথা বললেও আড়াই ঘণ্টার ব্যবধানে মত পাল্টেছে তারা।

শাহরিয়ার আবেদিন আরও জানান, শিক্ষামন্ত্রীর আলোচনার প্রস্তাবে ঢাকা যেতে রাজি হয়েছিলেন। এক ঘণ্টা সময় চেয়েছিলেন তাদের মধ্য থেকে কারা যাবে সেটি সিদ্ধান্ত নিতে। তবে পরে অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পাল্টানো হয়।