ঢাকা কলেজে সংঘর্ষ, অবস্থা থমথমে

Looks like you've blocked notifications!
ঢাকা কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজের দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত। এরপর থেকে কলেজ ক্যাম্পাস ও তার আশপাশে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিনি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থায় আছে পুলিশ।

রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘ঢাকা কলেজের হলের উত্তর ও দক্ষিণ ব্লকের শিক্ষার্থীদের মধ্যে রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এখন (রাত ১১) পরিস্থিতি থমথমে। আমরা অবস্থান নিয়ে আছি।’ 

কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত জানতে চাইলে এসি শরীফ বলেন, ‘শুনেছি হলের ক্যান্টিনে খাবার পরিবেশনকে কেন্দ্র করে এ সংঘর্ষের শুরু। তারপর বিষয়টি হলের উত্তর এবং দক্ষিণ ব্লকের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। শিক্ষার্থীরা এখন শান্ত থাকলেও পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়ে ওঠে সেদিকে নজর রাখছি।’