ঢাবিতে ভর্তি পরীক্ষা চলাকালে আটক দুজন শর্ত সাপেক্ষে মুক্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় মোবাইলে ছবি তোলার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম দুজনকে আটক করে। পরে লিখিত শর্তে তাঁদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ শুক্রবার ঢাবির কার্জন হলের একটি পরীক্ষা কেন্দ্র থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। একই সঙ্গে মুঠোফোন চেক করে অভিভাবকের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়।’
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যখন কার্জন হলের পরীক্ষা পরিদর্শন করছিলেন তখন দরজার বাইরে থেকে কেন্দ্রের ভেতরের ছবি তোলে ওই দুই তরুণ। আটককৃতরা ভর্তিচ্ছুদের সঙ্গে এসেছেন বলে এক সূত্রে জানা যায়। তাঁদের একজনের বাড়ি হল কুষ্টিয়ায়, অন্যজনের বাড়ি ফেনীতে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ক্যাম্পাসে আর আসবে না এবং অন্য ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত হবে না, এমন লিখিত শর্ত সাপেক্ষে ওই দুজনকে তাঁদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।’