ঢাবির অধ্যাপক ড. সোহরাব উদ্দিনের মৃত্যুতে উপাচার্যের শোক

Looks like you've blocked notifications!
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সোহরাব উদ্দিন সরকার। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সরকারের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় উপাচার্য এ শোক প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সরকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। প্রথিতযশা এই শিক্ষক অত্যন্ত সততা, দক্ষতা, নিষ্ঠা ও খ্যাতির সঙ্গে বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বন্যপ্রাণিবিদ ও পরিবেশবিদ হিসেবে সুনাম অর্জন করেছেন। তাঁর শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র রয়েছে এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে অসংখ্য জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ। বন্যপ্রাণি সংরক্ষণবিষয়ক গবেষণা ও প্রাণিবিদ্যা শিক্ষায় অবদান রাখার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সরকার আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।