ঢাবির ভর্তি পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ‘ক’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। দেশের আটটি বিভাগীয় শহরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ঘিরে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল প্রশ্নপত্র পাঠিয়েছি। এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনার খবর পাইনি। আশা করি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।’
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আদলে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আট বিভাগের আটটি বিশ্ববিদ্যালয়ে একইভাবে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে একই সময়ে পরীক্ষা হচ্ছে।
প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেসব বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে মেট্রোপলিটন পুলিশ দায়িত্বে নিয়োজিত রয়েছে। এ ছাড়া, মোবাইল টিম কাজ করবে। পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। গোয়েন্দা নজরদারি তো সব সময় আছেই।’
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গতবছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যদিও সেই মহামারি এখনও অব্যাহত। এর মধ্যেই এবার পরীক্ষা হচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রক্টর। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধির ব্যাপারে জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু চলবে। সব শিক্ষার্থী মাস্ক ব্যবহার করবেন। তাদের সঙ্গে যেসব অভিভাবক আসবেন তারাও জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’