ঢাবির সিনেটে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান প্রত্যাহার

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন চলাকালে এক সিনেট সদস্যের বক্তব্য শেষে বলা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানকে এক্সপাঞ্জ (প্রত্যাহার) করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিনেট অধিবেশনে বিএনপি ও জামায়াতপন্থি সাদা দল থেকে নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁর বক্তব্যের শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দেন।

জানা গেছে, অধ্যাপক ওবায়দুল ইসলামের বক্তব্য শেষে পয়েন্ট অব অর্ডারে বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষক এবং আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল থেকে নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানটি নিয়ে আপত্তি তোলেন। এরপর নীল দলের বাকি সদস্যেরাও শফিউল আলম ভূঁইয়াকে সমর্থন জানান।

পরে এ বি এম ওবায়দুল ইসলামের স্লোগানটি এক্সপাঞ্জ (প্রত্যাহার) করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।