ঢাবির সিন্ডিকেট সভায় ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আগামী বৃহস্পতিবার ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশনে এ বাজেট উপস্থাপন করা হবে। ঢাবি সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এ উপলক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল রোববার সিন্ডিকেটের এক সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওই সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিন্ডিকেট সভায় ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। সভায় এ বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং ওই বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়।