দেশের বাইরে পাসের হার ৯৫ দশমিক ৮৭ শতাংশ

Looks like you've blocked notifications!
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত

দেশের বাইরের আটটি কেন্দ্র থেকে মোট ৩৬৩ জন শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৪৮ জন। সে হিসেবে কেন্দ্রগুলোতে পাসের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৮৭ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৯৫ দশমিক ৬৭ শতাংশ।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলানয়তনে আজ সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ব্রিফিংয়ে জানানো হয়, বিদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠান রয়েছে দুটি।

বিদেশের আটটি কেন্দ্র হলো—সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর উল হক মেমোরিয়াল হাইস্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল।