দেশে উন্নয়নের নামে লুটপাট করা হচ্ছে : জোনায়েদ সাকি

Looks like you've blocked notifications!
ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আজ শুক্রবার শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র ফেডারেশন আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি : এনটিভি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সরকার পদ্মা সেতু আর মেট্রোরেল দেখিয়ে বলছে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। তারা বলছে আর কিছুদিন পর নাকি আমরা উন্নত বিশ্বে চলে যাব। অথচ এসব উন্নয়নের নামে যে লুটপাট করা হচ্ছে তা জনগণের ঘাড়ে চাপায়ে দেওয়া হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র ফেডারেশন আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন। সবার জন্য মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থান এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ করে ছাত্র ফেডারেশন।

জোনায়েদ সাকি সরকারকে উদ্দেশ্য করে জোনায়েদ বলেন, ‘তারা (সরকার) বলে উন্নয়ন উন্নয়ন। কিন্তু কিসের বিনিময়ে এ উন্নয়ন হয়েছে সেটা তারা বলেন না। ফলে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। আজকে আমাদের যাতায়াতের সময় কমেনি। বাড়ি থেকে শুরু করে কর্মস্থল কোথাও নিরাপত্তা বাড়েনি। সমস্ত ইউটিলিটি সার্ভিস কেউ পাচ্ছে না। সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আজ প্রধানমন্ত্রী। তিনি এখন উন্নয়নের আওয়াজ তুলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, বাংলাদেশের সমস্ত মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এমনকি আওয়ামী লীগের সদস্যদেরও ভোটাধিকার কেড়ে নিয়েছেন।’

গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, ‘আজকে মানুষের জীবনে নাভিশ্বাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ নেই। মূল্যস্ফীতি আকাশচুম্বী হয়ে গেছে। এর মধ্যেই তারা বিদ্যুতের দাম বাড়ান, আবার গ্যাসের দাম বাড়ান। বিদ্যুৎ উৎপাদনের নামে বিদ্যুৎ সংকটকে পুঁজি করে তাদের ভাই-ব্রাদারদের পকেট ভারি করছেন। সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থাকে আমদানি নির্ভর করে তুলেছেন।’

জুনায়েদ সাকি বলেন, ‘আজ ভোটের কথা বললেই আওয়ামী লীগ বলে, জামায়াত ক্ষমতায় চলে আসবে। ভোটের দাবি তুললেই তারা বলে, বিরোধী দল সহিংসতা করে, তারা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র দমনের নামে পুলিশ, গোয়েন্দাসংস্থাসহ সব রাষ্ট্রযন্ত্রকে তারা লেলিয়ে দেয়। মানুষকে ভয় দেখায়। আওয়ামী লীগ যা করছে তা মোটেই নতুন কিছু নয়। এটা আইয়ুব, ইয়াহিয়ার ধারাবাহিকতা, জেনারেল এরশাদের ধারাবাহিকতা, পৃথিবীর সব স্বৈরাচারের ধারাবাহিকতা।’

সমাবেশে ছাত্র ফেডারেশনের সভাপতি মতিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহসভাপতি সাদিক রেজা এবং সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী ও ইলিয়াস জামানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।