ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে কাদির মোল্লা সিটি কলেজ

Looks like you've blocked notifications!
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা, বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

শৃঙ্খলা ও নিবিড় পরিচর্যার কারণেই প্রতিবারের ন্যায় এবারও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। এবারে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৬৩ জন।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট এক হাজার ২০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এক হাজার ৬৩ জন জিপিএ ৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬৮৩, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৫২ ও মানবিক শাখা থেকে ২২৮ জন জিপিএ ৫ পেয়েছেন।

কলেজ সূত্রে জানা যায়, ২০০৬ সালে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নরসিংদীতে তাঁর নিজের নামে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সেরা কলেজ হিসেবে নিজেদের স্থান করে নেয় কলেজটি। প্রতিষ্ঠার পর কলেজটি ২০০৮ সালেই পাসের হার ৯৯ ভাগ, ২০০৯ সালে শত ভাগ ও ঢাকা বোর্ডে পঞ্চম, ২০১০ সালে শত ভাগ পাসসহ জেলার শ্রেষ্ঠ, ২০১১ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে সপ্তম এবং ২০১২ সাল থেকে  ২০২১ সাল পযর্ন্ত শতভাগ পাসসহ ঢাকা বোর্ডের সেরা বিশে (দ্বিতীয় স্থান) অর্জন করেছে।

রাজধানীর নামিদামি কলেজকে পেছনে ফেলে মফস্বল শহরের এই কলেজটির ধারাবাহিক সাফল্য নরসিংদীকে নতুন রূপে পরিচয় করে দিয়েছে দেশবাসীর কাছে। ধারাবাহিক সাফল্যেই শিক্ষাঙ্গনটিকে দেখা হচ্ছে সাফল্যের অনুকরণীয় হিসেবে। ফলাফল ঘোষণার পর উৎসব মুখর হয়ে উঠে কলেজ প্রাঙ্গণ। বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। ফলাফল ঘোষণার পর ছাত্রশিক্ষক-অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। নিজের ও বন্ধুদের সাফল্যে নেঁচে-গেয়ে আনন্দ উদযাপন করেন সবাই। তাঁদের এই আনন্দযজ্ঞে যোগ দেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সব শিক্ষক।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা, বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

মফস্বল শহরে প্রতিষ্ঠিত এই কলেজ গরৌবময় অর্জন ভবিষতেও ধরে রাখবে—এমনটাই প্রত্যাশা ছাত্রছাত্রী ও অভিভাবকদের।

সাফল্য অনেকটা নিয়মেই পরিণত হয়েছে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের। সাফল্যের নেতৃত্ব দেওয়া কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান রুমি বলেন, ‘আমাদের কলেজের এ সাফল্য শিক্ষকদের মেধা ও শিক্ষার্থীদের মেধার সেতুবন্ধনের ফসল। এই কলেজের এক ঝাঁক তারুণ মেধাবী শিক্ষকের সকাল থেকে মধ্য রাত পর্যন্ত নিরন্তন চেষ্টায় আজকের এই ধারাবাহিক সাফল্য। প্রতি ২০ শিক্ষার্থীর জন্য একজন দিকনির্দেশক শিক্ষক রয়েছেন। ওই শিক্ষক শুধু লেখাপড়া নয়, তাদের খেলাধুলা, স্বাস্থ্য, বিনোদন থেকে শুরু করে সব ধরনের চাহিদা পূরণে সব সময় শ্রম দিয়ে আসছেন।’

কলেজের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা বলেন, ‘কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে এই সফলতা অর্জন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর তা সম্ভব হয়েছে আমাদের এক ঝাঁক তরুণ শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায়। এই ধারাবাহিকতা রক্ষায় আমার নিরন্তর চেষ্টা আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আর এই ফলাফলের কৃতিত্ব পুরো নরসিংদীবাসীর।’