নতুন আবিষ্কারের মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই গড়বে স্মার্ট বাংলাদেশ : অধ্যাপক জাহেদুল হক

Looks like you've blocked notifications!
সেন্ট স্কলাস্টিকাস্ গার্লস্ হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক বিজ্ঞান, প্রযুক্তি ও হস্তশিল্প মেলা ঘুরে দেখেন অতিথিরা। ছবি : এনটিভি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেন্ট স্কলাস্টিকাস্ গার্লস্ হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিজ্ঞান, প্রযুক্তি ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালে মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক। এসময় তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়বে।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. জাহেদুল হক বলেন, ‘প্রিয় শিক্ষার্থীদের অভিনন্দন। তোমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছ। তোমরা এক বিবর্তনের সাক্ষী। তোমাদের শিক্ষাজীবনের মধ্যেই দেখতে পেয়েছ ডিজিটাল বাংলাদেশ। কিছুদিনের মধ্যে টানেল দিয়ে কর্ণফুলীর তলদেশ দিয়ে অপর পাড়ে চলে যেতে পারবে। আমাদের এখন স্যাটেলাইট আছে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তোমরাই সে দেশের নাগরিক।’

জাহেদুল হক বলেন, ‘পুরো বিশ্বে এখন আলোচনা চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মেশিন টু মেশিন যোগাযোগ স্থাপিত হবে। এতে উৎপাদনে বিশাল পরিবর্তন আসবে। চতুর্থ শিল্প বিপ্লবের নতুন ধারণার সঙ্গে তোমারা পরিচিত হতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক জাহেদুল বলেন, ‘মেধা মননের বিকাশের মধ্য দিয়ে তোমরাই ভবিষ্যতের উদ্যক্তা হবে। সে সুযোগ করে দিচ্ছে বিদ্যালয়। এ থেকে শিক্ষা নিয়ে তোমরা এগিয়ে যাবে। আধুনিক উন্নত স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন, তার জন্য তোমাদের শিক্ষার সুযোগ বাড়াতে তিনি দু হাতে দিচ্ছেন, তোমাদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে। বড় হয়ে এর প্রতিদান দেশকে দিতে হবে  তোমাদের।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেন্ট স্কলাস্টিকাস্ গার্লস্ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফাদার লেনার্ড সি. রিবেরু বলেন, ‘ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে আমরা বড় কিছুর দিকে ধাবিত হই। বিজ্ঞান উদ্ভাবনী শক্তি। আমরা উন্নতি চাই, মঙ্গল ও কল্যাণ চাই; ধ্বংস নয়। আজকের ছোট ছোট আবিস্কারের মধ্যে মিশে আছে মেধা, শ্রম ও চিন্তা। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যত পাবে নতুন বিজ্ঞানী। শিক্ষা আমাদের বিবেকবান করে তোলে। স্কুল থেকেই সবকিছুর শুরু। মানবের সেবায় সকল অর্জনকে বিলিয়ে দিতে হবে ভবিষ্যতে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট প্লাসিডস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা। শুভেচ্ছা বক্তব্য দেন সেন্ট স্কলাস্টিকাস্ গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিনা কস্তা। 

জ্যেষ্ঠ শিক্ষক মাগ্রেট মণিকা জিন্স ও শিক্ষক শামাপদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট স্কলাস্টিকাস্ গার্ল্ হাইস্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ সিস্টার অসীমা স্কলাস্টিকা রিবেরু, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সাথী গোমেজ, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি কামনাশীল ভট্টাচার্য এবং অনুষ্ঠানের আহ্বায়ক শিক্ষক রাজীব চক্রবর্তী প্রমুখ।