পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ক্লাস বন্ধ রাখবে বুয়েট

Looks like you've blocked notifications!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে ক্লাস বন্ধ রাখবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ বৃহস্পতিবার বুয়েট প্রশাসনের একটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। ওই দিন সেতুর উভয় পাশে উদ্বোধনী অনুষ্ঠান এবং শরীয়তপুরের জাজিরায় সমাবেশ হবে। এ উপলক্ষে ওই এলাকায় ১০ লাখ মানুষের জমায়েত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পদ্মা সেতুর উদ্বোধনী দিন সারা দেশে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোথাও কয়েক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবার বুয়েট প্রশাসন জানাল—পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ক্লাস বন্ধ রাখা হবে। শিক্ষার্থীরা যেন উদ্বোধনী অনুষ্ঠানটি দেখতে পারে সেজন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।