প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জবি ছাত্রলীগের মিছিল

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মিছিল। ছবি : এনটিভি

রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে পুরান ঢাকায় মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ সোমবার (২২ মে) দুপুরে এ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি পুরান ঢাকার জর্জ কোট, রায়সাহেব বাজার, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, বাহাদুর শাহ পার্ক ও বাংলা বাজার হয়ে ক্যাম্পাসে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলের পর সমাবেশে জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী বলেন, “১৭ কোটি বাঙালির আশ্রয়স্থল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন জাতিসংঘ থেকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবার স্বীকৃতি পান, তখন বিএনপির গায়ে জ্বালা ধরে যায়। বিএনপির এক নেতা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়। আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যদি অতি দ্রুত ওই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তাহলে আমরা ছাত্রসমাজ হাত গুটিয়ে বসে থাকব না এবং তুমুল প্রতিরোধ গড়ে তুলব।’

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘শেখ হাসিনাকে যতবার হত্যার চেষ্টা করা হয়েছে, ছাত্রলীগ ততবার রাজপথ প্রকম্পিত করেছে। শেখ হাসিনার প্রশ্নে ছাত্রলীগ সবসময় আপসহীন।’