‘প্রলয় গ্যাং’ সদস্যদের ধরতে ঢাবিতে আন্তহল তদন্ত কমিটি গঠন

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো তাদের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ‘প্রলয় গ্যাং’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উত্থানের কথা প্রকাশ্যে এসেছে। এই গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করতে একটি আন্তহল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সভায় ঢাবির নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর ড. এম এল পলাশকে সদস্য সচিব করে এই আন্তহল তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন—শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার এ এফ রহমান হল, কবি জসীম উদ্দীন হল, জগন্নাথ হল, হাজী মুহম্মদ মহসিন হল, বিজয় একাত্তর হল, জিয়া হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং সূর্যসেন হলের প্রভোস্ট।