বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিকল্পনাবিষয়ক কর্মশালা

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিকল্পনাবিষয়ক কর্মশালায় অতিথিরা। ছবি : এনটিভি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) আজ বৃহস্পতিবার দিনব্যাপী ‘গবেষণা পরিকল্পনা ২০২১-২৪ বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া এর উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. টোটন কুমার ঘোষ।

কর্মশালায় মোট ৩৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বাউরেস), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) সহ অন্যান্য বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।

এ সময় কর্মশালার গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি এর সার্বিক সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।