বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল ও লাইব্রেরি খুলছে ৪ অক্টোবর

Looks like you've blocked notifications!
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হল লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মাসের অক্টোবর থেকে হল ও লাইব্রেরি খোলা হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩৫তম একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ক্লাস কার্যক্রম শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে
কমপক্ষে যারা এক ডোজ টিকা নিয়েছেন তারাই হলে উঠতে পারবেন

এসব তথ্য মুঠোফোনে নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . মো. খোরশেদ আলম
বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . মো. খোরশেদ আলম বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্বাস্থবিধি মেনে অক্টোবর থেকে আবাসিক হল লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছেপ্রাথমিকভাবে যারা কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছেন তারা সংশ্লিষ্ট কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদীন বিষয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ আমাদের হল লাইব্রেরিগুলো খুলে দেওয়ার জন্যআমরা আশা রাখি খুব দ্রুত যাতে আমরা ক্লাসরুমে ফিরে যেতে পারি এবং সেশনজট থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন
প্রসঙ্গত, গত বছরের (২০২০) মার্চ মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণ দেখা দিলে বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের হল অন্য কার্যক্রম তাই দীর্ঘ ১৮ মাসের বেশি সময় পরে পুনরায় হল খোলার সিদ্ধান্তে খুশি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা