বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও সাপ আতঙ্ক

Looks like you've blocked notifications!
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ছয় ফুট লম্বা এই গোখরা সাপ উদ্ধার করে গর্ত থেকে ডিম উদ্ধার করেন। ছবি : এনটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও সাপের আতঙ্ক দেখা দিয়েছে। ক্যাম্পাসের ভেতর থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি গোখরা সাপ উদ্ধারের পর এই আতঙ্ক দেখা দেয়। সাপ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন।

প্রভোস্ট আরিফ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু হলের স্টাফদের মাধ্যমে হলের পাশে সাপের অবস্থানের বিষয়টি জানতে পারি। তাদেরকে বিষয়টি শিক্ষার্থীরা জানিয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে গর্তসহ কিছু আলামত দেখতে পেয়ে সাপুড়েদের খবর দেওয়া হয়।’

আরিফ হোসেন আরও বলেন, ‘বিকেলে পটুয়াখালী থেকে এক সাপুড়ে এসে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অফিসের পশ্চিম পার্শে গর্ত করে আনুমানিক পাঁচ থেকে ছয় হাত লম্বা সাপটি জীবিত উদ্ধার করে। এ সময় ৮ থেকে ১০টির মতো ডিমও উদ্ধার করা হয়। সাপুড়ে জানিয়েছেন ওই গর্তে সাপটি ডিমে তা দিচ্ছিল। ডিমগুলো অন্যত্র সরিয়ে সাপুড়ে সাপটিকে নিয়ে চলে গেছেন। যাওয়ার সময় তিনি জানিয়েছেন উদ্ধার হওয়া সাপটি বিষধর গোখরা জাতের।’

প্রভোস্ট বলেন, ‘কীর্তনখোলা নদীর তীরবর্তী আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি যেখানে অবস্থিত, সেই জায়গাটা বিলের মতো নিচু জায়গা ছিল। এখানে কিছু পুরোনো, পরিত্যক্ত বাড়িও ছিল। সেইসঙ্গে আশপাশে জঙ্গল ও ডোবাসহ বিভিন্ন ধরনের জলাশয় রয়েছে। তাই এ ক্যাম্পাসে প্রায়ই সাপ দেখতে পায় শিক্ষার্থীরা। তবে, এত বড় সাপ এর আগে আর দেখা যায়নি।’

প্রভোস্ট বলেন, ‘ক্যাম্পাস পরিষ্কার রাখার পাশাপাশি কার্বলিক অ্যাসিড ব্যবহার করার চিন্তা-ভাবনা রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খুরশিদ আলম বলেন, ‘সাপের উপদ্রব ক্যাম্পাসে আগে থেকেই রয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্কও রয়েছে। তবে, আমরা ক্যাম্পাস পরিষ্কার রাখার বিষয়ে জোড় দিচ্ছি। সেইসঙ্গে কার্বলিক এসিড ব্যবহার করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। বিষয়টি গুরত্বের সঙ্গে দেখতে নির্দেশ দিয়েছেন উপাচার্য স্যার।’