বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক শুরু ১২ ফেব্রুয়ারি

Looks like you've blocked notifications!

আইনজীবী হিসেবে অ্যানরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আজ বুধবার (৪ জানুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত বছরের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত অ্যানরোলমেন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে হবে। পরীক্ষার বিস্তারিত শিডিউল এবং করণীয় বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে পাঁচ হাজার ২০৯ জন উত্তীর্ণ হন। কিছু প্রার্থীদের ফলাফল তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়। তৃতীয় পরীক্ষকের যাচাইয়ের পর ২৮ ডিসেম্বর আরও ১০৬ পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।