ব্যবসায়ীদের সুবিধা দিতে সরকার তেলের দাম বাড়িয়েছে : রাবি ছাত্রফ্রন্ট

Looks like you've blocked notifications!
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আজ রোববার মানববন্ধন করেছে রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছবি : এনটিভি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলের নেতাকর্মীরা। সেখানে তাঁরা দাবি করেন—সরকার ব্যবসায়ীদের সুবিধা দিতে তেলের দাম বাড়িয়েছে।

কর্মূচিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য অসীম দে বলেন, ‘যারা সক্ষমতার চেয়ে অনেক কম বিদ্যুৎ উৎপাদন করে, তাদেরও ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়। কিন্তু, জনগণের স্বার্থে জ্বালানি কোনো ভরতুকি নেই। সরকার তার লুটপাটের অংশ ও ব্যবসায়ীদের সুবিধা দিতে এমন তেলের দাম বৃদ্ধি করেছে।’

‘কোনো দেশে এত অল্প সময়ের মধ্যে তেলের দাম এমন বৃদ্ধি পায়নি’ উল্লেখ করে আরেক সদস্য রঞ্জু শেখ বলেন, ‘এমনিতে দেশে মুদ্রাস্ফীতির কারণে সব কিছুর দাম বেড়েছে। তার মধ্যে তেলের এমন দাম বৃদ্ধির ফলে জনগণের জীবনযাপন আরও বেশি কষ্টকর হয়ে উঠেছে। সরকার মূলত আইএমফ থেকে লোন গ্রহণের জন্য তেলের দাম বৃদ্ধি করেছে। কিন্তু, ঋণ নিয়ে কোনো দেশের অর্থনীতি বেশি দিন সচল রাখা যায় না। অতি দ্রুত জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহার চাই।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠন ফুয়াদ রাতুলের সঞ্চালনায় কর্মূচিতে আশিকুর রহমান, সজীব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।