রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইস্যুস অ্যান্ড ডিসকোর্সেস অ্যারাউন্ড লিবারাল আর্টস অ্যান্ড হিউম্যানিটিস শীর্ষক সম্মেলন শুরু হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে বাংলা ও ইংরেজিসহ পাঁচটি ভাষায় মোট ২২৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এ সময় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গুরমেট সিং—কে ‘নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী’ সম্মাননায় এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামের ‘মুক্তিযুদ্ধকালীন এক সংগ্রামী মা’ হিসেবে মোসা. আনসারী খানমকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়৷
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ভারতের আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় প্রতাপ সিং এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম৷
সম্মেলনে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, তুরস্ক ও তাজাকিস্তানের শিক্ষক-গবেষকরা অংশ নেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকসহ দুই শতাধিক শিক্ষার্থীও অংশ নেন।