রাবিতে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ : পুলিশের মামলায় আসামি ৩০০

Looks like you've blocked notifications!
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : স্টার মেইল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল রোববার (১২ মার্চ) দিনগত রাতে মতিহার থানার উপপরিদর্শক আমানত উল্লাহ বাদী হয়ে এ মামলা করেন৷ এতে ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘গতকাল (রোববার) দিনগত রাতে মতিহার থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে৷ মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে৷ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আরও একটি মামলা করা হয়৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় স্থানীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷  

উল্লেখ্য, গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। প্রায় আট ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া, মুখোমুখি সংঘর্ষে অন্ততপক্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। আগুন দেওয়া হয় বিনোদপুর বাজারের কয়েকটি দোকান ও পুলিশ বক্সে। পরে রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।