রাবির ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি প্রার্থী ৪৪ জন
‘সি’ ইউনিটের মধ্য দিয়ে আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এতে তিন ইউনিটে কোটা ছাড়া মোট চার হাজার পাঁচটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী রয়েছেন ৪৪ জন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি আবেদন জমা পড়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা এবং সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তিচ্ছুরা আসতে শুরু করেছেন৷ তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হল, ভবন ও মসজিদে বিশ্রাম নেওয়ার জন্য ভিড় করছেন৷ ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি ও করোনার টিকার সনদ হল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে প্রবেশ করছেন ভর্তিচ্ছুরা। এতে হলের ডাইনিং, ক্যান্টিন ও ক্যাম্পাসের স্থায়ী-অস্থায়ী খাবারের দোকানগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে ক্রেতার আনাগোনা বেড়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্যের সঙ্গে ছবি তুলেছেন নীলিমা রায়। সুদূর চট্টগ্রাম থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা এ শিক্ষার্থী বলেন, ‘আমার বাবাসহ আজ সকালে ক্যাম্পাসে এসে পৌঁছালাম। এর আগে কখনও রাজশাহীতে আসা হয়নি। এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন। তাই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখছি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন এবং প্রক্টরিয়াল বডির সদস্যেরা সর্বদা তৎপর রয়েছেন৷ কোনো ধরনের জালিয়াতি চক্র যাতে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।’