রাবি শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

Looks like you've blocked notifications!
শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় বহিষ্কার রাবির ছাত্রলীগ নেতা আবু সিনহা। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা আবু সিনহাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়৷

আদেশে বলা হয়, ‘ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সিনহাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

গত ১১ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের খেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভেটেরিনারি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোইজুর রহমানের টি-শার্টের কলার ধরে টানা-হেঁচড়া করেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আইবিএ অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা সৌমিক। পরবর্তীতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে৷