রাষ্ট্রপতির নির্দেশ পেলেই সমাবর্তন : জবি উপাচার্য

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, বঙ্গভবন থেকে সময় এবং রাষ্ট্রপতির নির্দেশ পেলেই আমরা সমাবর্তনের তারিখ নির্ধারণ করবো।

আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনের সঙ্গে এক ফোনালাপে এমনটাই জানিয়েছেন উপাচার্য ইমদাদুল হক।

উপাচার্য বলেন, আমরা বঙ্গভবনে গিয়েছিলাম। রাষ্ট্রপতিকে নিরাপত্তার কারণে এখন বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তাই আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বঙ্গভবন থেকে নির্দেশনা এলেই সমাবর্তনের তারিখ নির্ধারণ করবো।

সমাবর্তনের স্থানের বিষয়ে উপাচার্য বলেন, তারিখ নির্ধারণের পর যে জায়গা উপযুক্ত সেখানেই সমাবর্তনের আয়োজন করা হবে।

উল্লেখ্য, ১৪ বছর পর গত ২০২০ সালের ১১ জানুয়ারি ১৯ হাজার গ্র্যাজুয়েট নিয়ে ধূপখোলা মাঠে প্রথম সমাবর্তনের আয়োজন করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।