রোগীদের ওষুধ খাইয়ে দিতে নার্সদের প্রতি আহ্বান বিএসএমএমইউ উপাচার্যের

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের ফাইল ছবি

রোগীদের নিজ হাতে ওষুধ খাইয়ে দিতে নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। আজ সোমবার (২০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিএসসি নার্সিং-১২তম ব্যাচের ক্যাপিং অনুষ্ঠানে এ আহ্বান জানান উপাচার্য। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নার্সদের তিনটি কাজ অবশ্যই করতে হবে। সেগুলো হলো—প্রতিদিন সকালে হাসিমুখে রোগীদের খোঁজ নেওয়া, রোগীর শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণসহ কিছু প্রয়োজনীয় বিষয় দেখা এবং রোগীদের একটু বসিয়ে নিজ হাতে ওষুধ খাইয়ে দেওয়া।’

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘নার্সিং অত্যন্ত সম্মানজনক পেশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পেশাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। শুধু তাই নয়, বর্তমান সরকারের আমলে ৩০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। দেশে খুব শিগগিরই আরও তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। বিদেশেও নার্সদের চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণ করা গেলে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।’

সভাপতির বক্তব্যে নার্সিং পেশার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক বলেন, ‘নার্সিং পেশায় পিএইচডি ডিগ্রী চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ নার্সিং বিভাগের শিক্ষক ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।