শাবিপ্রবিতে গভীর রাত পর্যন্ত ছাত্রীদের আন্দোলন, উপাচার্যের আশ্বাসে শান্ত

Looks like you've blocked notifications!
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত অবস্থান নেন ছাত্রীরা। ছবি : এনটিভি

হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রীরা অবশেষে হলে ফিরেছেন। গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন তাঁরা। তবে, ইতিবাচক সাড়া না পেলে ফের আন্দোলনের শঙ্কা রয়েছে।

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ—বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার দুর্ব্যবহারের তাঁরা অতিষ্ঠ। এ ছাড়া রয়েছে নানা অব্যবস্থাপনা। ভালো নয় খাবারের মানও। বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি।

এ সব কারণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আন্দোলনে নামেন হলের ছাত্রীরা। তাঁরা হলের বাইরে অবস্থান নিয়ে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবি জানান।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যেরা আন্দোলনকারী ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর রাত আড়াইটার দিকে আন্দোলন প্রত্যাহার করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। যদিও ইতিবাচক সাড়া না পেলে ফের আন্দোলনে নামার কথা জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।