শাবিপ্রবির ‘শিক্ষকের’ ফেনসিডিলসহ আটক নিরাপত্তা প্রহরী

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে ফেনসিডিলসহ আটক হয়েছেন এক নিরাপত্তা প্রহরী। ওই ফেনসিডিল গত বছর অনলাইন ক্লাসে ধূমপান করার ছবিতে ভাইরাল ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল ইসলাম মজুমদারের বলে দাবি ওই প্রহরীর।

জাহিদুর বিশ্ববিদ্যালয়টির গেস্ট হাউসের নিরাপত্তা প্রহরী। গতকাল সোমবার রাত ১১টার দিকে তাঁকে হাতেনাতে আটক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।

এ সময় জাহিদুরকে জিজ্ঞাসাবাদ করলে ওই ফেনডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বলে দাবি করেন। তিনি বলেন, ‘একজন শিক্ষক তাঁকে পারসেলটি আনতে গেটে পাঠিয়েছিলেন।’

জাহিদুর ওই শিক্ষকের নাম বলতে না পারলে তিন শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুলিশ তাঁকে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে নিয়ে যায়। তখন সেখানে কেউ ছিলেন না।

এ সময় শিক্ষকদের ছবি দেখালে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল ইসলাম মজুমদারকে শনাক্ত করেন জাহিদ। গত বছরের এপ্রিলে অনলাইন ক্লাস চলাকালে শাবিপ্রবির এই শিক্ষকের ধূমপানের ছবি অনলাইনে ভাইরাল হয়েছিল। সে সময় তিনি ছবির সত্যতা গণমাধ্যমের কাছেও স্বীকার করেছিলেন।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বলেছেন, এক যুবক উপাচার্যের বাসভবনের দিকে ঢুকছিল। সে সেখানকার আউট সোর্সিংয়ের সিকিউরিটি গার্ড। জাহিদুর রহমান নামে ওই সিকিউরিটি গার্ডকে ফেনসিডিলসহ শিক্ষার্থীরা আটক করে পুলিশের হাতে তুলে দেন। শিক্ষকের জন্য ফেনসিডিল আনতে গেটে গিয়েছিল বলে দাবি করেছেন জাহিদুর।

এ ব্যাপারে অধ্যাপক মাজহারুল ইসলাম মজুমদারের মুঠোফোনে বারবার চেষ্টার পরও যোগাযোগ সম্ভব হয়নি। প্রতিবার তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।