শিক্ষাঙ্গণে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাবি অধ্যাপকের অনশন

Looks like you've blocked notifications!
শিক্ষাঙ্গণে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে রাবি অধ্যাপক ফরিদ উদ্দিন খানের অনশন। ছবি : এনটিভি

শিক্ষাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে একক অনশন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তিনি এই কর্মসূচি শুরু করেন। অনশন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

অনশনকালে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘দেশজুড়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের কারণে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। আবাসিক প্রতিষ্ঠান থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। একজন শিক্ষক হিসেবে আমি এসবের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই ন্যাক্কারজনক, অমানবিক ও বর্বরোচিত ঘটনাগুলো বন্ধ করা হোক। নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা পড়াশোনা করবে এটাই প্রত্যাশিত। কিন্তু ক্যাম্পাসগুলোতে যে নৈরাজ্যমূলক ঘটনা ঘটছে, এতে অভিভাবকরা তাদের সন্তান নিয়ে খুবই শঙ্কিত।’

অধ্যাপক ফরিদ উদ্দিন খান আরও বলেন, ‘কোনো প্রশাসনই শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে তৎপর নয়। তারা শুধু মিটমাটের ব্যাপারেই বেশি আগ্রহী। এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। যারা প্রশাসনে আছে তাদের বুঝতে হবে তারা সব শিক্ষার্থীর অভিভাবক। তাদের নিশ্চুপ থাকাটা কাম্য নয়। তারা যদি দায়িত্বপালনে ব্যর্থ হন তাহলে সময় এসেছে দায়িত্ব থেকে তাদের সরে আসার।’

এর আগেও গত বছরের ২২ জুন শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিকী অনশন করেছেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান।