শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের তথ্য পাঠানোর নির্দেশ মাউশি’র

Looks like you've blocked notifications!

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ মহামারির সময়ে শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মাউশি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, www.emis.gov.bd ওয়েবসাইটে গিয়ে সব প্রতিষ্ঠানের প্রধানদের নিজ প্রতিষ্ঠানের আইডি (EIIN) ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ডেটা কালেকশন মড্যুল (DCM)-এ গিয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের আওতাধীন প্রতিষ্ঠানগুলো তথ্য দিয়েছে কি না, তা ওয়েবসাইটে গিয়ে মনিটরিং করবেন এবং সব প্রতিষ্ঠানের তথ্য পাঠানো নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত একটি ম্যানুয়াল যুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্য আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে নির্দেশনা দিয়েছে মাউশি।