শেখ হাসিনা বাঙালির আস্থা ও আশা-ভরসার প্রতীক : জাবি উপাচার্য

Looks like you've blocked notifications!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সভায় বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেছেন, ‘বাঙালির আস্থা ও আশা-ভরসার প্রতীক শেখ হাসিনা মানুষের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার জাবির শেখ হাসিনা হল আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনা : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাবি উপাচার্য এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবার থেকে রাজনীতি শিখেছেন। পরিণত রাজনীতিবিদ শেখ হাসিনা তাঁর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের গুণে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির পথে অগ্রসর করছেন। বিশ্বে এখন তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছেন।’

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘শেখ হাসিনা ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ছিলেন। তাঁর সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক চেতনার উন্মেষ পরিবার থেকেই ঘটেছিল। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বড় পরিসরের রাজনৈতিক অঙ্গনে তিনি সুদৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। নিজেকে গড়ে তুলেছেন অভিজ্ঞ ও পরিণত রাজনীতিবিদ হিসেবে। শেখ হাসিনা আঞ্চলিক গলি অতিক্রম করে বিশ্বনেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।’

শেখ হাসিনা হলের প্রভোস্ট হোসনে আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল্লা হেল কাফী, ভারপ্রাপ্ত প্রক্টর আ.স. ম ফিরোজ-উল-হাসান প্রমুখ৷

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।