সংবাদ উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেবে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট

Looks like you've blocked notifications!

ইংরেজি সংবাদ উপস্থাপনা নিয়ে তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। প্রশিক্ষণটি শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর এবং চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। এতে অংশগ্রহণের জন্য প্রার্থীদের আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে৷

ইনস্টিটিউটের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক ও পাঠ্যধারা পরিচালক নাহিদ লাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক পাস হতে হবে। ইনস্টিটিউটে ২০০ টাকা আবেদন ফি জমা দিয়ে প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে৷ আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, স্নাতক পাসের সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রার্থীরা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.nimc.gov.bd) সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনকারীর ক্ষেত্রে সাক্ষাৎকারের দিন ইনস্টিটিউটে নির্ধারিত ফি জমা দিয়ে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এর জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১২ সেপ্টেম্বর ইনস্টিটিউটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশিত হবে। মনোনীত প্রার্থীদের কোর্স ফি বাবদ তিন হাজার টাকা 'মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট' এর অনুকূলে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷

প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.nimc.gov.bd) তে পাওয়া যাবে