সাইকেল চুরির অভিযোগে রাবি ছাত্রলীগ নেতার হলের সিট বাতিল

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু হলে এ ঘটনার পর তাঁর সিট বাতিল করেছে হল প্রশাসন। সে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র। 

হল প্রশাসন ও আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, বুধবার হল থেকে একটি সাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হল গেটে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন। এতে দেখা যায়, অভিযুক্ত ছাত্রলীগ নেতা মারুফ হলের প্রধান ফটকের পাশের জঙ্গল থেকে একটি সাইকেল বের করে নিয়ে যাচ্ছে।

এই ঘটনায় শিক্ষার্থীরা ওই নেতাকে সন্দেহজনকভাবে আটক করে। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও হল কর্তৃপক্ষ ঘটনাস্থলে চলে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটি আমার এক বড় ভাইয়ের সাইকেল।’ 

অভিযুক্ত মারুফের সহযোগীকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সে মারুফের নির্দেশে হলের চার তলার ছাদ থেকে গতকাল সাইকেলটি ফেলেছে। পরে মারুফ ওই সাইকেল নিয়ে বিক্রি করেন।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ পেয়েছি। আমরা দ্রুতই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইখুল ইসলাম মামুন জিয়াদ বলেন, ‘আমরা  ওই শিক্ষার্থীর হলের সিট বাতিল করেছি।’