সাত কলেজে ভর্তি : ঢাকা কলেজ কেন্দ্রে অনুপস্থিত ৩১ ভাগ
কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা কার্যক্রম। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার ১০টি কেন্দ্রে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
এর মধ্যে ঢাকা কলেজ কেন্দ্রে তিন হাজার পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল দুই হাজার ৬৪ জন এবং অনুপস্থিত ছিল ৯৩৬ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৬৮.৮ শতাংশ এবং অনুপস্থিতির হার ৩১.২ শতাংশ।
শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার। তিনি আরও বলেন, কোনো সমস্যা বা শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ আমরা পাইনি। অন্য কেন্দ্রেও কোনো সমস্যার কথা এ পর্যন্ত শুনতে পাইনি। আশা করি শিক্ষার্থীরাও সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে যেন দ্রুত ফল প্রকাশ করে ভর্তি কার্যক্রম শুরু করা যায়।
ঢাকা কলেজের ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ঢাকা কলেজ কেন্দ্রে তিন হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। সে অনুযায়ী সার্বিক ব্যবস্থাপনা আমরা নিয়েছিলাম। এর মধ্যে ২০৬৪ জন উপস্থিত হয়েছে এবং ৯৩৬ জন অনুপস্থিত ছিল। কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসক এবং আইসোলেশন সেন্টারও প্রস্তুত রাখা হয়েছিল। কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি।
২০১৭ সালে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ এবং চূড়ান্ত সার্টিফিকেট দেওয়াসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছে।