‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা জবি শিক্ষার্থীকে শোকজ

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

পরীক্ষার উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীকে বিভাগীয় তলবের পর এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁর এমন কাজে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।

মোস্তফা কামাল বলেন, ‘ইংরেজি বিভাগের এ শিক্ষার্থীকে আগামী ৪ জুলাইয়ের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তার এ কর্মকাণ্ড অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি।’

প্রক্টর আরও বলেন, ‘ওই শিক্ষার্থী যে অপরাধ করেছে, সেটার জন্য তাঁকে কারণ দর্শাতে হবে। যথাযথ কারণ উল্লেখ করতে না পারলে তাঁকে প্রশাসনিকভাবে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত রোববার ওই শিক্ষার্থীকে তলব করে বিভাগীয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থী সেদিনই ভুল স্বীকার করে মার্জনা পেতে তাঁর বিভাগের কাছে আবেদন করেন। এরপর তাঁর লিখিত বক্তব্য প্রক্টর অফিসে পাঠায় বিভাগ।

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, ‘বিভাগ থেকে তাঁকে ডাকা হয়েছিল। তাঁর কাছ থেকে লিখিত নিয়ে প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে।’

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন। পরে তিনি ওই পোস্টটি মুছে দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিঠাট্টা শুরু হলে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আসে। এতে বিপাকে পড়েছেন ওই শিক্ষার্থী।