দাখিল পরীক্ষায় পাস ৭৬.২০, কারিগরিতে ৭৮.৬৯
চলতি বছর দাখিল পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। তবে কমেছে পাসের হার। একই সঙ্গে কমেছে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যাও।
এদিকে, কারিগরি বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন। এ সময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদ্রাসা বোর্ডের ফলে দেখা যায়, চলতি বছর দাখিল পরীক্ষায় দুই লাখ ৫৩ হাজার ৩৪৪ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিল দুই লাখ ৪৬ হাজার ৩৩৬ জন। এ বছর দাখিল পরীক্ষায় পাস করেছে এক লাখ ৯৩ হাজার ৫১ জন।
এবার পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ, তবে গত বছর ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ।
দাখিল পরীক্ষায় এবার জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৬১০ জন। গত বছর এ সংখ্যা ছিল পাঁচ হাজার ৮৯৫ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর এক লাখ ছয় হাজার ২৩৯ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিল ৯৮ হাজার ৫৮১ জন। পরীক্ষায় পাস করেছে ৮৩ হাজার ৬০৩ জন।
কারিগরি বোর্ডে জিপিএ ৫ পেয়েছে চার হাজার ১৮৭ জন। গত বছর এ সংখ্যা ছিল সাত হাজার ৯৭ জন।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষার্থীরা মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে তাদের ফল জানতে পারবে। ইংরেজিতে বড় হাতের অক্ষরে SSC লেখার পর বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর ও বছর লিখে যেকোনো মোবাইল থেকে ১৬২২২ পাঠিয়ে দিলে ফল জানা যাবে। এ জন্য দুই টাকা ৪৪ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
ওয়েবসাইটেও (http://www.ntvbd.com/result/ssc-result-2017) পাবেন এসএসসির ফল।