কোথায় শিখবেন ফরাসি ভাষা

ফরাসি ভাষা আর ইংরেজি ভাষার মাঝে বর্ণমালা আর শব্দের অনেক মিল। আর ফরাসি ভাষা শেখার বিভিন্ন সুযোগ-সুবিধা থাকায় ফরাসি ভাষার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অনেক সময় প্রাতিষ্ঠানিকভাবে শেখার ইচ্ছে থাকা সত্ত্বেও সময়ের অভাবে কিংবা কাজের চাপে প্রতিষ্ঠান বাছাই করে তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। তাই এই ঝামেলা থেকেই মুক্ত করতে নিচে কিছু প্রতিষ্ঠান উল্লেখ করা হলো যেখানে আপনি সুবিধামতো কোর্স বাছাই করে ফরাসি ভাষা শিখতে পারবেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউট :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে বিভিন্ন ভাষার পাশাপাশি ফ্রেঞ্চ ভাষার ওপর এক বছরের নন-ডিগ্রি কোর্সের ব্যবস্থা রয়েছে। পরবর্তী কোর্সটি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে। ভর্তির জন্য জনতা ব্যাংক টিএসসি শাখা থেকে ৪০০ টাকার বিনিময়ে ভর্তি ফর্ম ও নির্দেশিকা সংগ্রহ করতে হবে। সাত হাজার ৫০০ টাকা ভর্তির ফি জমা দিয়েই নাম লেখাতে পারবেন ক্লাসে।বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ইনস্টিটিউটের অফিসে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন।
ঠিকানা : রেজিস্ট্রার অফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন , দ্বিতীয় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ফোন: ০২-৯৬৭০৫৩১/৪০২০
ইমেইল : registar@du.sc.bd
ওয়েবসাইট : www.du.ac.bd/academic/department_item/IML
আলিয়ঁস ফ্রঁসেজ :
প্রতিবছর ৬০০০ এরও বেশি সংখ্যক শিক্ষার্থী এখানে ফরাসি ভাষা শেখে। এটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি ফরাসি ভাষার ওপর আন্তর্জাতিক ডিপ্লোমা যেমন : DELF, DALF, TEF, TCF, TEF Canada ইত্যাদি অর্জন করতে পারবেন। তাই ফরাসি ভাষা শেখার জন্য আপনি নিশ্চিন্তে বেছে নিতে পারেন আলিয়ঁস ফ্রঁসেজকে। এর শাখা আছে ধানমন্ডি, গুলশান, উত্তরা এবং চট্টগ্রামে। প্রতিবছর ৪টা সেশন থাকে এবং প্রতি সেশনের মেয়াদ ৩ মাস। ফরাসি ভাষাকে কয়েকটি লেভেলে ভাগ করা হয়েছে : A1, A2 (Basic user) এবং B1, B2 (Independent user)। কোর্সের ফি পাঁচ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার ৫০০ টাকার মধ্যে। প্রতি লেভেলে আপনি পেয়ে যাবেন দুটো করে নতুন বই।
ঠিকানা : আলিয়ঁস ফ্রঁসেজ, ২৬ মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা -১২০৫।
ফোন : ০২-৯৬৭৫২৪৯
ইমেইল : info@afdhaka.org
ওয়েবসাইট : www.afdhaka.org/
এ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সেও ফরাসি ভাষা শেখানো হয়। ভাষা শিক্ষা কোর্সে ফরাসি ভাষার ওপর সার্টিফিকেট কোর্স করা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব ফরাসি ভাষা শেখার বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে।
অনলাইনে ফরাসি ভাষা শেখার কিছু টিপস :
পুরো দুনিয়া এখন হাতের মুঠোয়। কোন কিছু শেখা এখন ভীষণ সহজ। অনলাইনে কিছু ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং এপ্লিকেশনের মাধ্যমেও আপনি ঘরে বসেই শিখে নিতে পারেন ফরাসি ভাষা।
ওয়েবসাইট :
Bonjour de France, Le point de FLE, La Connasse.
ইউটিউব চ্যানেল : YouLearnFrench, Comme une Française.
অ্যাপস :
Duolingo, Busuu, Rosetta Stone, Le Conjugueur