এগিয়ে আছে কুমিল্লা, পিছিয়ে চট্টগ্রাম
চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার সবচেয়ে বেশি কুমিল্লা বোর্ডে। অন্যদিকে, পাসের হারে সবচেয়ে নিচের দিকে আছে চট্টগ্রাম বোর্ড। আজ বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়।
আজ বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে দেওয়া হয়। তারপরই প্রধানমন্ত্রী কম্পিউটারের বাটন চেপে ফল প্রকাশ করেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের কিছু তথ্য তুলে ধরেন। আটটি শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ।
শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে বেশি কুমিল্লা বোর্ডে। ওই বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। আটটি শিক্ষা বোর্ডের মধ্যে অষ্টম অবস্থানে আছে চট্টগ্রাম বোর্ড। ওই বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১৯ শতাংশ।
কুমিল্লা বোর্ডে এবার অংশ নিয়েছে ৯৪ হাজার ৩৬০ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৭৩ হাজার ৩৫৮ জন।
কুমিল্লা বোর্ডের পরেই আছে রাজশাহী বোর্ড। ওই বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। তৃতীয় অবস্থানে আছে যশোর বোর্ড। ওই বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬৫ শতাংশ। এরপরেই আছে দিনাজপুর। ওই বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ।
পঞ্চম স্থানে আছে ঢাকা বোর্ড। ওই বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯ শতাংশ। ষষ্ঠ স্থানে আছে বরিশাল। ওই বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। সপ্তম অবস্থানে আছে সিলেট। ওই বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫ শতাংশ।
চলতি বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নেন ঢাকা বোর্ডে। ওই বোর্ডে তিন লাখ ৯৩ হাজার ৮৩৫ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন দুই লাখ ৭৯ হাজার ৯৭৯ শিক্ষার্থী।