বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ক্লাসের দাবি
অস্থায়ী ক্যম্পাসে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সহাবস্থানে নয়, স্থায়ী ক্যাম্পাসে কষ্ট করে হলেও ক্লাস করার দাবিতে অবস্থান করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনের নিচতলায় তাঁরা এই কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ইংরেজি, বাংলা, জিওলজি অ্যান্ড মাইনিং ও ফিজিক্স এই চার অনুষদের শিক্ষার্থীরা তাঁদের ক্লাস বর্জন করেন। পাশাপাশি ফিজিক্সের শিক্ষার্থীরা পরীক্ষাও বর্জন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন জানান,বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস নগরীর জিলা স্কুলের কলেজ ভবনে নতুন দুই বিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কিন্তু একই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্কুল শিক্ষার্থীদের সহাবস্থান পারিপার্শ্বিক দিক দিয়ে বিবেচনা করে মেনে নেওয়া যায় না। প্রয়োজনে মাঠে বসে ক্লাস করবেন এবং এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা। এ দাবিতে অস্থায়ী ক্যাম্পাসের ওই শিক্ষার্থীরা বেলা ১১টায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।