মাহফুজ আনামের বিরুদ্ধে মামলায় রাবিসাসের উদ্বেগ
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের ও সমন জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। আজ বুধবার বিকেলে রাবিসাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাহফুজ আনাম যদি কোনো অপরাধ করে থাকেন তবে তার যথাযথ তদন্ত করে দেখা উচিত। কিন্তু তাঁর বিরুদ্ধে একের পর এক অর্ধশতাধিক মামলা দায়ের ও সমন জারি উদ্দেশ্যমূলক বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে নিজের ভুল স্বীকার করে উদারতার পরিচয় দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে সারা দেশে ধারাবাহিকভাবে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের ও সংঘবদ্ধ পদক্ষেপ গণমাধ্যমের কণ্ঠরোধের প্রচেষ্টার শামিল।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকের সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
এ ছাড়া মাহফুজ আনামের বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ করার দাবিও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।